নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ পুলিশের আর রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীর আবাসনে ঘটেছিল দুঃসাহসিক চুরি। চলতি মাসের ৬ তারিখ যাকে ঘিরে হৈচৈ পড়েছিল দুর্গাপুর থানার সিটি সেন্টারের হাউসিং এলাকায়। তদন্ত নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে সোমবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার আম্বেদকর কলোনি থেকে পরিতোষ বাউরী বিধানপল্লী থেকে প্রশান্ত বাউরি ও মামরা বাজারের কাঁসা-পিতল ব্যবসায়ী শুভাশিস সরকারকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, টাকা,সোনা রুপোর পাশাপাশি কাঁসা-পিতলের জিনিসও চুরি করেছিল তারা। কাঁসা-পিতলের জিনিসগুলি বিক্রি করেছিল মামরা বাজারের ব্যবসায়ী শুভাশিস সরকারকে। তাই তাকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে চুরি যাওয়া টাকা সহ বেমাল উদ্ধারের চেষ্টা চালানো হবে।