পানাগড় কাণ্ডে ইভিটিজিংই হয়েছিল! গ্রেফতার এক অভিযুক্ত

পানাগড় কাণ্ডে সেই সাদা গাড়িকে পুলিশ আটক করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
sutandra

নিজস্ব সংবাদদাতা: সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় অগ্রগতি। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই কাঁকসা থানার পুলিশ বর্ধমান থেকে আটক করেছে বাবলু যাদব নামে এক অভিযুক্তকে।

সূত্রের খবর, রবিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক এবং পুরনো জিটি রোডের সংযোগস্থলের কাছে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান সুতন্দ্রা। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, গাড়ি উল্টে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। রেষারেষির জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও, সুতন্দ্রার সঙ্গীদের দাবি ছিল ভিন্ন। তাঁদের অভিযোগ, একটি সাদা গাড়ি সুতন্দ্রাদের ধাওয়া করছিল এবং তাঁকে ‘টার্গেট’ করা হয়েছিল।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, আটক বাবলু যাদবই ওই সাদা গাড়ির চালক এবং সেটির মালিকও। গাড়িটিতে তাঁর সঙ্গে আরও চারজন ছিলেন, যাঁরা বাবলুর কর্মচারী বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ বাবলুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঠিক কী ঘটেছিল এবং দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।