নিজস্ব সংবাদদাতা: অবাক রাজ্য, অবাক পরিস্থিতি! নিরাপদ নয় আইনরক্ষকের জীবনও। তেমনই এবার শ্যুট আউটের শিকার খোদ পুলিশকর্মী!
দেখে মনে হবে ঠিক যেন বলিউড ছবির শ্যুটিং চলছে। তবে তা কোনও শ্যুটিং নয়, একেবারে বাস্তব, জ্বলন্ত অধ্যায়। ভরা রাস্তায় সার্ভিস রিভলবার ছিনিয়ে নিয়ে পুলিশকর্মীকে গুলি দুষ্কৃতির। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে তুমুল শোরগোল বাঁধল। ওই ঘটনায় দুই পুলিশকর্মী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে। দুজনের শরীরেই গুলি বিঁধে আছে বলে জানা যাচ্ছে।
যা জানা যাচ্ছে, বুধবার ইসলামপুর মহকুমা আদালত থেকে ২ বিচারাধীন বন্দিকে রায়গঞ্জ কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশ ভ্যানে করে। দুই বন্দির মধ্যে একজন করণদিঘি হত্যাকাণ্ডে যুক্ত সাজ্জাদ আলম। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রিজন ভ্যানে করে ওই ২ বিচারাধীন বন্দিকে নিয়ে যাচ্ছিলেন পুলিশকর্মীরা। আচমকায় পুলিশ ভ্যানের ওপর অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন দুই পুলিশকর্মী। আর পালাতে সক্ষম হয় করণদিঘি হত্যাকাণ্ডে অভিযুক্ত সাজ্জাদ আলম।
তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা গুলির শব্দ পেয়ে এসে দেখেন এই কাণ্ড। তারাই পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করেন। একজন পুলিশ কর্মীর দেহে ২টি গুলি লেগেছে আর আরেকজনের শরীরে ১টি গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। আপাতত তাঁদের অস্ত্রোপচার চলছে। তবে আততায়ী পালিয়ে যাওয়াতে হইচই পড়েছে গোয়ালপোখর এলাকায়।