বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ ও আবগারি দপ্তর

ক্ষীরপাইয়ের (Khirpai) পৌর এলাকায় বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ ও আবগারি দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে সন্ধে হলেই রমরমিয়ে চলছে চোলাই মদ তৈরি ও বিক্রি।

author-image
SWETA MITRA
New Update
police 1.jpg

 

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুরঃ ক্ষীরপাইয়ের (Khirpai) পৌর এলাকায় বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো পুলিশ ও আবগারি দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে সন্ধে হলেই রমরমিয়ে চলছে চোলাই মদ তৈরি ও বিক্রি। এরপর এই খবর যায় আবগারি দপ্তর ও পুলিশের কাছে। এদিকে খবর পেয়ে পশ্চিম মেদিনীপুর জেলা আবগারি দফতর ও ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ যৌথভাবে বৃহস্পতিবার ওই দুটি ওয়ার্ডে অভিযান চালায়। এরপর এই অভিযানে প্রায় ১ হাজার লিটারের মতো চোলাই মদ নষ্ট করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে ক্ষীরপাই ফাঁড়ির আইসি গোবর্ধন সাউ বলেন, 'কেউ যদি চোলাই মদ তৈরি ও বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'