নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে (Bangladesh):নাম ছিল নুরুল হক। ভারতে (India) এসে হয়ে গিয়েছেন নারায়ণ অধিকারী। ভুয়ো নথি দিয়ে বানানো হয়েছিল ভোটার কার্ড (Voter ID Fraud), আধার কার্ড, প্যান কার্ড। নাম বদলে দত্তপুকুরের কাজিপাড়ায় বাস করছিলেন।
এদিন গ্রেফতার হন অনুপ্রবেশকারী রফিকুল ইসলাম। ভুয়ো নথি নিয়ে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে খোশ মেজাজে দত্তপুকুরে থাকছিলেন তিনি। রফিকুল ইসলামের বাড়ি বাংলাদেশের মাদারিহাটে। তাঁর বাড়িতেই ভাড়া থাকতেন নুরুল হক ওরফে নারায়ণ অধিকারী। কীভাবে তৈরি হল জাল নথি? তদন্ত নেমেছে পুলিশ।