মীনাক্ষী সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা পুলিশের- বাংলার বড় খবর

মীনাক্ষী সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা পুলিশের।

author-image
Aniket
New Update
c

File Picture

নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন ইস্যুতে মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে জেলাশাসকের কার্যালয়ের সামনে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল সেই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় বাম কর্মী সমর্থকদের। আর তারপরেই পুলিশ মীনাক্ষী মুখার্জী সহ মোট ১৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য সহ বেশ কতগুলি ধারায় অভিযোগ দায়ের করেছে।  সরকারি কর্মীকে কাজে বাধাদান, বেআইনি জমায়েত, সরকারি কর্মীকে গুরুতর ভাবে আঘাত সহ বেশ কতগুলি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বাম কর্মী সমর্থক নেতাদের বিরুদ্ধে। ধারা: ১৮৯(২), ২২১, ১০৯, ১২১(২), ৩২৪(৩), ৩৫১(২), ১৩২।