স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা, আহত ৯ জন স্কুল পড়ুয়া

এলাকায় চাঞ্চল্য।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ  স্কুলের গাড়িতে পুলিশের গাড়ির ধাক্কা, আহত বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। পুলিশের গাড়ির চালকের বিরুদ্ধে মদ্যপ থাকার অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, এদিন  দুপুর ২টা  নাগাদ সরস্বতী স্কুলের বাচ্চাদের গাড়ি থেকে নামানোর সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় পুলিশের একটি পেট্রল ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল গাড়িটিকে ধাক্কা মারে। অভিযোগ পুলিশের গাড়ির চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিলো বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনায় গুরুতর আহত হয় ৯ জন স্কুল পড়ুয়া। তাদের প্রাথমিক চিকিৎসা জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


স্কুলের প্রধান শিক্ষক প্রণবেশ বাবু জানিয়েছেন, পুলিশের গাড়ির ড্রাইভার মদ্যপ অবস্থায় পেছন থেকে এসে আমাদের স্কুলের গাড়িটিকে ধাক্কা মারে। যেখানে সাধারণ মানুষ মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়। সেখানে খোদ পুলিশের লোক কর্তব্যরত অবস্থায় মদ্যপান করে এই ধরণের ঘটনা কি করে ঘটাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকাবাসী। এগরা বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, ' স্কুল গাড়ি চালক ও পুলিশকে সচেতন হতে হবে। পুলিশের একটা নির্দিষ্ট সীমা মেনে কাজ করা উচিত বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক। '