দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সবংয়ে গ্রাম পঞ্চায়েতে ভাঙচুর,বাইকে আগুন,নথিপত্র পুড়িয়ে দেওয়ার ঘটনায় সক্রিয় হল পুলিশ। গ্রেফতার ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা মিঠুন মুর্মু।
দুদিন আগেই সবংয়ের দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশনের নামে ভাঙচুর ও নথিপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতা মিঠুন মুর্মুর বিরুদ্ধে।আর এই নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।আজ সকাল থেকে দোষীদের গ্রেফতারের দাবিতে সবং ব্লকের বিভিন্ন এলাকায় অররোধ বিক্ষোভ শুরু হয়।পরে পুলিশের অনুরোধে ওঠে অবরোধ।আর এই মুহুর্তের খবর মিঠুন মুর্মুকে গ্রেফতার করলো সবং থানার পুলিশ। পাশাপাশি তাকে ইতিমধ্যেই মেদিনীপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে।এলাকায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তার জন্য মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।