নিজস্ব প্রতিবেদন : তৃণমূল নেতা অশোক ওঝার গ্রেফতারি রাজ্যের রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে। বিহার পুলিশের অভিযানে তিনি ও তাঁর সহযোগীরা দেবকুলী গ্রামের একটি বাড়িতে হাতির দাঁত পাচারের অভিযোগে আটক হন। পুলিশ সূত্রে জানা গেছে, সেখানে অবৈধভাবে হাতির দাঁত বিক্রি হচ্ছিল। উদ্ধারকৃত হাতির দাঁতের মোট ওজন ২৩ কেজি, এবং এর বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
অশোক ওঝা তৃণমূলের ৪২ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং উত্তর কলকাতার হিন্দি সেলের প্রাক্তন সহসভাপতি। তাঁর গ্রেফতারির পর তৃণমূল কংগ্রেস অস্বস্তিতে পড়েছে, বিশেষ করে বিজেপির আক্রমণের ফলে। বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই ঘটনাকে উল্লেখ করে বলেছেন, “এবারের ঘটনা নতুন মাত্রা যোগ করেছে, যা দলের দুর্নীতির দীর্ঘ ইতিহাসকেই প্রতিফলিত করে।”
পুলিশের অভিযানের পর অন্যান্য অভিযুক্তদের খোঁজার কাজ চলছে, এবং তদন্তের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। হাতির দাঁত পাচার একটি গুরুতর অপরাধ, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন হিসেবে গণ্য হয়। রাজ্যের শাসকদলের জন্য এই ঘটনা নতুন চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।