নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ চোরেদের নাকি চোখ কান একটু বেশি খোলা থাকে। কিন্তু ইলু আর পিলুর সেটা একটু কম। ইলু আর পিলু ওড়িশার জাজপুরের বাসিন্দা। তারা চুরি করে গৃহস্থের আর পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। রবিবার সকালে চুরির নগদ ৬৫ হাজার টাকা আর ৪ ভরি সোনার গহনা নিয়ে ৩ টে নম্বর প্লেট নাগানো যাবে এমন একটি বাইক নিয়ে ঝড়ের গতিতে তারা বেরিয়ে যাচ্ছিল পাঁচখুরি থেকে ধর্মা হয়ে কাঁসাই ব্রিজের দিকে। ৪ দিন ব্রিজ বন্ধ আছে সেই খবর তাদের কাছে ছিল না। প্রথম ব্যারিকেড ফেলে বেরিয়ে যায়। সেখানে থাকা পুলিশ কর্মীরা ধরার আগেই তারা বেরিয়ে যায়।
ব্রিজের মুখে পরের ব্যারিকেড বেশ শক্তিশালী। বেশি পুলিশ কর্মী রয়েছে। একেবারে জালে মাছ ধরার মতো দুই চোর এসে ধরা পড়ে পুলিশের হাতে। এক এক করে বেরিয়ে আসে সোনা, টাকা, নম্বর প্লেট আরও কত কিছু। এই ঘটনার আগে শনিবার রাতে এক যুবক বাইক চালিয়ে সেতু দিয়ে পেরিয়ে যাচ্ছিল। পুলিশ পিছু ধাওয়া করলে বাইক রেখে সোজা নদীতে ঝাঁপ দেয়। ইঞ্জিনিয়াররা কাজ বন্ধ রাখেন কিছুক্ষণ। তাঁরাও যুবককে উদ্ধারের চেষ্টা করেন। পরে দমকল বাহিনী এসে যুবককে উদ্ধার করে।