কাশ্মীরে আগেও পাক জঙ্গিরা হিন্দুদের মেরেছে! এবার বড় অভিযোগ করলেন প্রবাসী ভারতীয়
ভ্যানের ধাক্কায় গাড়ি পড়ে গেল কুয়োয়! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ! ওষুধের সঙ্কটে বিপাকে পাকিস্তান
হেরে গেল জঙ্গিরা! নতুন করে পহেলগাঁওয়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা
কীভাবে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করেছিল! গতি পেল NIA-র তদন্ত
ভারত-পাক সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে! নিরাপদ আশ্রয়ের জন্য বাঙ্কার পরিষ্কার শুরু করেছেন কাশ্মীরিরা
হামলার পরেও গুলমার্গে পর্যটকের সংখ্যা কেমন! কী বলছেন নিরাপত্তা রক্ষীরা
গুজরাট থেকে ব্যাপক পরিমাণে অবৈধ বাংলাদেশি শরণার্থী আটক! সংখ্যা জানলে আঁতকে উঠবেন
কাশ্মীরে পর্যটকরা না এলে জঙ্গিরা জিতে যাবে! জঙ্গি হামলার আবেগঘন মন্তব্য অভিনেতার

রক্ষক যখন ভক্ষক! তদন্তের নামে ধর্ষণের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

জলপাইগুড়ি জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
d

নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়ি জেলা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। শিলিগুড়ির এক মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ এলাকায় ঘটে বলে জানা গিয়েছে। অভিযোগ, তদন্তের অছিলায় ওই মহিলাকে ডেকে নিয়ে গিয়ে একটি বাড়িতে তাঁকে লাগাতার ধর্ষণ করা হয়।

শিলিগুড়ি মহিলা থানায় গত শুক্রবার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগে তিনি জানান, একটি মামলার তদন্তের সূত্রে তাঁকে রাজগঞ্জে ডেকে পাঠানো হয়েছিল। সেখানে একটি বাড়িতে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে দুষ্কর্ম করা হয়। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়া অবস্থায় তিনি থানায় গিয়ে সাহায্য চান। পুলিশ তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করে। অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্ত পুলিশ আধিকারিককে গ্রেফতার করা হয় এবং তাঁকে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়। অভিযোগের সত্যতা যাচাই করতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিন অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দেন এবং অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে উপস্থিত হয়ে অভিযুক্ত নিজেকে নির্দোষ বলে দাবি করেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর জলপাইগুড়ি পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার তদন্ত চলছে, এবং অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া শাস্তি দাবি করেছেন অভিযোগকারী মহিলা।

এই ঘটনায় পুলিশের ভূমিকা ও নিরাপত্তার প্রতি সাধারণ মানুষের আস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভাগীয় তদন্তের পর বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।