নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ আইনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ, ধুলিয়ান ও সুতির একাধিক এলাকা। ধুলিয়ানে উত্তেজনার পরিবেশ ক্রমশ ভয়ঙ্কর আকার নিয়েছে। এখন শুধু রাজনৈতিক অশান্তি নয়, মানুষের জীবন নিয়েও ছিনিমিনি খেলছে দুষ্কৃতীরা। অভিযোগ, এলাকায় পুকুরের জলে ইচ্ছে করে বিষ মেশানো হয়েছে। শুধু তাই নয়, টিউবয়েলের জলেও বিষ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
এর ফলে আতঙ্কে ঘর ছেড়ে সন্তানদের নিয়ে পালিয়ে গেছেন ধুলিয়ানের একাধিক পরিবার। আতঙ্কিত পরিবারগুলির দাবি, তাঁদের মারার জন্যই জলদূষণের এই ষড়যন্ত্র করা হয়েছে। শিশু ও বৃদ্ধদের জীবন ঝুঁকির মুখে পড়ে যাওয়ায় তারা আর থাকতে পারছেন না নিজেদের ঘরে। ইতিমধ্যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুষ্কৃতীরা বাবা ও ছেলেকে কুপিয়ে খুন করেছে। ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়েছে। এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিপদমুক্ত নয় বলে জানিয়েছে প্রশাসন।