হরি ঘোষ, দুর্গাপুর: 'নিজেরা বি গ্রেড হয়ে গেছে আবার করছে ব্রিগেড', বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার তিনি কটাক্ষ করে বলেন, “রাস্তা দিয়ে আসার সময় দেখলাম বাস যাচ্ছে। তাও হাতে গোনা ১০-১২টা হবে। এই বাসে ফ্ল্যাগ ছিল কিন্তু লোক নেই। হবে কোথা করে? ভারতীয় জনতা পার্টির বি টিম তো ওরা”।
আয়ুষ্মান ভারত নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “আয়ুষ্মান ভারত যদি আমরা নিতাম তাহলে আমাদের কি হত? কার্ডে প্রধানমন্ত্রীর ছবি থাকতো। সেই দাড়ি কখনো বড়, সেই দাড়ি কখনো মেজো, সেই দাড়ি কখনো সেজো! কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে না, থাকে আমাদের মা অথবা শাশুড়ির ছবি”।
/anm-bengali/media/post_attachments/c5983b91-2ce.png)
রবিবার বিকেলে দুর্গাপুরের এক নম্বর তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে অঞ্চলে অঞ্চলে কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পাশাপাশি পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, মহিলা তৃণমূলের সভাপতি অসীমা চক্রবর্তী, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, তৃণমূল নেতা প্রভাত চট্টোপাধ্যায় প্রমূখ। এই কর্মসূচি থেকে অঞ্চলে অঞ্চলে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের যাওয়ার কথা বলা হয়। রাজ্য সরকারের প্রকল্পগুলি তুলে ধরার কথা জানানো হয়। কেউ কোন সমস্যায় পড়লে প্রশাসনকে জানানোর কথাও জানানো হয়।