BREAKING NEWS: বারাসাতের কাছারী ময়দানে আজ বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের এই 'নারী বন্দন শক্তি সমাবেশ'-এ মহিলা স্বশক্তিকরণের কথা বললেন তিনি। এর মাঝেই তিনি তৃণমূলের উপর একাধিক অভিযোগ আনলেন। তিনি বললেন, "এই রাজ্যের উপর তৃণমূল নামে যে গ্রহণ লেগেছে তা রাজ্যের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে।"