নিজস্ব সংবাদদাতাঃ ২১ জুলাইয়ের তৃণমূলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলাদেশিরা আমাদের দরজায় কড়া নাড়লে আমরা তাদের আশ্রয় দেব।'
এই বিষয়ে প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় এক টুইট বার্তায় বলেন, "আমাদের সংবিধানের সপ্তম তফসিলের অধীনে বিদেশিদের ভর্তি করা তার (মমতা) এক্তিয়ারের মধ্যে পড়ে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর দয়া করে বিএসএফের নজরদারি বাড়ান, কিন্তু হিন্দু ও বৌদ্ধদের ঢুকতে দেবেন না।"