বিশ্ব পরিবেশ দিবসে ঘোষিত হল প্লাস্টিক ফ্রি জোন!

দুর্গাপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোটা হাসপাতাল চত্বর সহ আশেপাশের এলাকাকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হলো।

author-image
Pallabi Sanyal
New Update
১২

হরি ঘোষ, দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালের উদ্যোগে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোটা হাসপাতাল চত্বর সহ আশেপাশের এলাকাকে প্লাস্টিক ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হলো। অনুষ্ঠানের শুরুতে রেল দুর্ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান বিশিষ্ট অতিথিরা।
আজ হাসপাতালে লায়েন্স ক্লাবের সহযোগিতায় একটি সাফাই অভিযান চালানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতাল সুপার ডক্টর ধীমান মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কবি দত্ত জানান, ''হাসপাতাল চত্বর সহ হাসপাতালের বাইরে বিভিন্ন দোকানদারদের প্লাস্টিক না ব্যবহার করার জন্য আর্জি জানানো হয়েছে।''
এদিন মহাকুমা শাসক নিজে হাসপাতালের বাইরে বিভিন্ন দোকানের কর্মচারীদের সাথে এই ব্যাপারে কথা বলেন। এদিন মহকুমা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালকে দশটি স্ট্রেচার ও দশটি হুইলচেয়ার প্রদান করা হয়। মহকুমা শাসক জানান যে শুধু একদিন নয়, পরিবেশকে বাঁচাতে সারা বছর উদ্যোগ নেওয়া উচিত। তিনি আরো বলেন যে দুর্গাপুরের বিভিন্ন শিল্প তালুকের প্রায় ৩০০ টি ছোট বড় শিল্পকে নির্দেশ দেওয়া হয়েছে গাছ লাগানোর জন্য।