নিজস্ব সংবাদদাতা: জয়পুর থেকে চেন্নাই যাওয়ার পথে ফেটে গেল বিমানের চাকা ৷ রবিবার সকালে স্পাইসজেটের একটি বিমানের জরুরি জরুরি অবতরণ করানো হয় ৷ চেন্নাই বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, সব যাত্রী এবং ক্রিউরা নিরাপদে রয়েছেন ৷
/anm-bengali/media/post_banners/14OEncca6Uvbqhbce9x6.jpg)
জয়পুর বিমানবন্দর থেকে বিমান ওড়ার পরই বিমানটিতে প্রযুক্তিগত একাধিক সমস্যা লক্ষ্য করেন পাইলট ৷ তারপর সকাল ছ'টা নাগাদ চেন্নাই বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবতরণের অনুমতি চান ৷ তৎক্ষণাৎ বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় এবং জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ পাইলট সেই কাজ সফলভাবেই করেন ৷ যাত্রীদের কোনও বিপদ হয়নি ৷ তবে ঘটনাটি জানাজানি হতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্পাইসজেটের ওই বিমানে ২ নম্বর চাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।