পশ্চিমবঙ্গে ভেঙে পড়লো বিমান, ঘটনাস্থলে এয়ার ফোর্সের আধিকারিকরা

পশ্চিমবঙ্গে ধান চাষের জমিতে আচমকাই ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান।

author-image
Aniket
New Update
s

 

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:

মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত কলাইকুন্ডা নিকটবর্তী মুরকুনিয়া গ্রামের কাছে ধান চাষের জমিতে আচমকাই ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান। যার ফলে মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনও খবর নেই।

x

প্যারাশুট থাকায় পাইলট ও কো-পাইলট অক্ষত রয়েছেন। ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান খড়গপুর গ্রামীন থানার পুলিশ ও এয়ার ফোর্সের আধিকারিকরা। ঠিক কি কারণে ওই যুদ্ধবিমানটি ভেঙে পড়েছে তা খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে গিয়ে তদন্তের কাজ শুরু করেছে এয়ার ফোর্স-এর আধিকারিকরা।

v

 তবে একটি যুদ্ধবিমান মুরকুনিয়া গ্রামে ধান চাষের জমিতে ভেঙে পড়ার ঘটনায় গোটা এলাকা জুড়ে যেমন আতঙ্ক ছড়িয়ে পড়ে, তেমনি ভেঙে পড়া যুদ্ধ বিমানটি দেখার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষ ওই এলাকায় গিয়ে ভিড় জমান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। যুদ্ধবিমানটি ধান চাষের জমিতে ভেঙে পড়ায় কয়েক বিঘা জমির ধান চাষ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

sd

 উল্লেখ্য, সোমবার প্রায় একই সময়ে যুদ্ধবিমানের মহড়া চলার সময় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চামিডাঙ্গা এলাকায় লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি বোম ধান চাষের জমিতে গিয়ে পড়ে। ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ভেঙে পড়ে। কয়েক বিঘা জমির ফসলের ক্ষতি হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার একটি যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় কলাইকুন্ডা এয়ারফোর্স সংলগ্ন বিভিন্ন গ্রামের বাসিন্দারা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন।

স্ব

স

স

a a  a a a a a a a a a  a a a a a  a aa  a a a  a a  a a a  a a a  a a  a a  a a a  a a  a a  a a  a a a  a  a a a  a a  a a a  a  a a a  a a a  a a a  a a  a a  a a  a a  a a  aa a a a a  a a a a a  a a  a a  a a  a a a a a  a aa  a a aa a q