বিজেপি ক্ষমতায় আসতেই বদল জল প্রকল্পের জায়গা!

খেলা ঘুরে যেতেই সরকারি প্রকল্পের জায়গা বদল! ডেবরায় পঞ্চায়েতের দখল বিজেপির হাতে। জল প্রকল্পের জায়গা বদলের অভিযোগে শোরগোল। কী পদক্ষেপ? তুঙ্গে রাজনৈতিক তরজা।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
111111

নিজস্ব প্রতিনিধি, ডেবরা : পঞ্চায়েতে বিজেপির জয়! জলপ্রকল্প অন্যত্র সরানোয় ক্ষোভ স্থানীয়দের।শুরু রাজনৈতিক তরজা। সরকারি জল প্রকল্প বন্ধ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে সরব হল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে,পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুঁয়া ১০/১  অঞ্চলের অন্তর্গত চকশুলপান গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ,সব দিক থেকে পরীক্ষামূলকভাবে ওই এলাকায় একটি জল প্রকল্প অনুমোদন হলেও ভোটের ফলাফলের পর জল প্রকল্পটি হঠাৎ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়।এই ঘটনা গ্রামবাসীদের নজরে এলেই তারা ক্ষোভে ফেটে পড়েন।

স্থানীয় এক গ্রামবাসী জানান, দীর্ঘদিনের দাবি মেনে এই এলাকায় জল প্রকল্পটি গ্রামের ফাঁকা এলাকায় অনুমোদন করা হয়েছিল।এরপর নানান পরীক্ষামূলক কার্যও সম্পন্ন হয়।সেইমতো কয়েকদিন আগেই ওই এলাকায় প্রকল্পটি শুরুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ দক্ষ কর্মীরাও পৌঁছে যান। 
তবে হঠাৎ করেই সেই সকল যন্ত্রপাতি আবার প্রকল্পের কাজের অধীন কর্মীরা  গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে। এই ঘটনা নজরে আসতেই গ্রামবাসীরা যন্ত্রপাতি সহ গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন।তারা আরও জানান, বিগত কয়েক বছর এই এলাকায় পঞ্চায়েত শাসকের হাতেই ছিল। কিন্তু এবার উলোট পুরাণ হয়েছে। এবার নির্বাচনে বিজেপি জয়লাভ করেছে।তবে কি সেই কারণেই এই প্রকল্পটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত হচ্ছে? এমনই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।স্থানীয়দের দাবি এখানে প্রকল্পটি হলে পাশাপাশি ৭-৮ টি গ্রামের মানুষ উপকৃত হবে। ব্লক প্রশাসনের তরফে সব দিক খতিয়ে দেখে এই এলাকায় প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল।তবে এখন কেন অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে? সরাসরি রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ গ্রামবাসীদের।

বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, ''ওই এলাকার জল প্রকল্প চক্রান্ত করে সরানো হচ্ছে।আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।''অপরদিকে তৃণমূল নেতা প্রদীপ কর জানান, ''এখানে পঞ্চায়েতে জেতা হারার কোনো ব্যাপার নয়।ওখানে পুকুর থাকার জন্য সমস্যা ছিল, তবে পিএইচই সমস্ত কিছু খতিয়ে দেখে পুনরায় কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ওই অঞ্চলের সমস্ত জায়গায় ২০২৪ এর মধ্যে পানীয় জলের ব্যবস্থা করা হবে। এখানে বিজেপি রাজনীতি করতে চাইছে।আমরা তা হতে দেব না। নিয়ম মেনেই কাজ হবে।'' ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত জানান, ''ওই এলাকায় সাময়িক সমস্যা ছিল। তবে পিএইচই সমস্ত কিছু  খতিয়ে দেখেছে এবং পুনরায় কাজ শুরু হয়েছে। কাজটা ওখানেই হবে।সেই ভাবেই পরিকল্পনা করা হচ্ছে।'' তবে আদৌ ওই জায়গাতেই জল প্রকল্প তৈরি হবে কিনা তা নিয়ে এখনও ধন্দে রয়েছে এলাকাবাসী।