নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নারী সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিতকরণে ঝাড়গ্রাম জেলা পুলিশের সক্রিয় পদক্ষেপে মহিলাদের নিরাপত্তার জন্য এবার চালু করা হল পিঙ্ক মোবাইল ভ্যান। এর উদ্যেশ্য হল পথচলতি সকল নারী, সরকারী, বেসরকারী সংস্থায় কর্মরত মহিলা এবং ডিজিটাল স্পেসে কর্মরত মহিলাদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করা।
জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানিয়েছেন, '' যে সমস্ত এলাকায় মহিলারদের যাতায়াত থাকে ওই সমস্ত এলাকায় এই মোবাইল ভ্যান উপস্থিত থাকবে। এছাড়াও হেল্পলাইন নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে এই পিঙ্ক মোবাইল ভ্যান। এদিন এই ভ্যানের উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা, অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য জেলা আধিকারিকরা।