দশ মহাবিদ্যার পট আঁকলেন পিংলার বাহাদুর চিত্রকর

গত ১৫ দিন ধরে পট আঁকলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পী বাহাদুর চিত্রকর। যেখানে রয়েছে মা কালীর দশটি রূপ। সম্পূর্ণ গাছ পাতা থেকে তৈরি রঙ ব্যবহার করেই এই পটটি এঁকেছেন বাহাদুর চিত্রকর।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
cover pot.jpg

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ ১৫ দিন আগেই তিনি কলকাতার একজনের কাছ থেকে অর্ডার পেয়েছিলেন। আঁকতে হবে কালী মায়ের দশ মহাবিদ্যার পট। আর তার পরেই গত ১৫ দিন ধরে সেই পট আঁকলেন পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পী বাহাদুর চিত্রকর। যেখানে রয়েছে মা কালীর দশটি রূপ। সম্পূর্ণ গাছ পাতা থেকে তৈরি রঙ ব্যবহার করেই এই পটটি এঁকেছেন বাহাদুর চিত্রকর। শুক্রবার তিনি সেই পটটি কলকাতার একটি আধিকারিককে পাঠিয়ে দেন। সামনে দুর্গাপুজো। এই দুর্গাপুজোতেও ভালো পটের কাজের অর্ডার পেয়েছে পিংলার অন্যান্য পটচিত্র শিল্পীরা। শুক্রবার দশ মহাবিদ্যার পট পাঠানোর পর  এমনটাই জানান পটচিত্র শিল্পী বাহাদুর চিত্রকর৷