পিংলায় শুরু পটের হাট! ব্যাবসা বাড়বে আশাবাদী পটশিল্পীরা

কবে কবে বসবে হাট?

author-image
Anusmita Bhattacharya
New Update
potpingla

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার নয়ার পটপাড়ায় পটচিত্র শিল্পীদের জন্য সপ্তাহে দুদিন করে শুরু হল পটের হাট। কয়েকদিন আগে পটচিত্র মেলার উদ্বোধনে এসে রাজ্যের সেচমন্ত্রী মানুষ রঞ্জন ভুঁইয়া ঘোষণা করেছিলেন যে পটের হাট চালু করা হবে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত করেই এবার পিংলার নয়াতে শুরু হল পটচিত্রের সাপ্তাহিক হাট, যা চলবে প্রতি শনিবার ও রবিবার। এই হাট উদ্বোধন করেন পিংলার বিডিও লেপকা ওয়াংচু শেরপা। সঙ্গে ছিলেন পিংলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্ময় প্রামাণিক, পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই শিংসহ অনান্যরা। 

এই সাপ্তাহিক হাট পটচিত্র শিল্পীদের জন্য ব্যাবসার ক্ষেত্রে একটি নতুন সংযোজন। এখানে স্থানীয় শিল্পীরা তাদের তৈরি করা চিত্রকলা, পটগান এবং হস্তশিল্প বিক্রি করতে পারবেন। শিল্পীদের দাবি, এই হাট চালু হওয়ায় তাদের আয়ের সুযোগ বাড়বে এবং সংস্কৃতির প্রচার আরও বিস্তৃত হবে। মন্ত্রী মানুষ রঞ্জন ভূইয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। 

তাদের মতে, পটচিত্রের মতো প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাটে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্তের পর্যটকরাও আসার সুযোগ পাবেন। সরকারি আধিকারিকদের মতে, এই হাটের মূল উদ্দেশ্য হল পটচিত্র শিল্পীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং গ্রামীণ সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা।