সাড়ম্বরে শুরু হলো পিংলার পটচিত্র মেলা, উদ্ধোধনে রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া

সূচনা হল পটের মেলার।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, পিংলাঃ মাঝে দুই বছরেরে টানাপোড়ানের পর আজ ফের  সাড়ম্বরে শুরু হলো পিংলার নয়ার পটচিত্র মেলা ২০২৪।  এদিন ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে এই পটচিত্র মেলার শুভ উদ্ধোধন করেন রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। এদিন তার সঙ্গে ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও, পশ্চিম মেদিনীপুর জেলার জনসাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, পিংলার বিডিও,পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য সেখ সবেরাতিসহ অনান্যরা। এদিন পটের মেলা ঘুরে দেখেন তারা, শোনেন পটের গান। 

মেলাকে সামনে রেখে প্রত্যেকটি পটশিল্পী তাদের পসরা নিয়ে বসেছে। বিভিন্ন গাছ-গাছড়া, তাদের পাতা এবং বীজ থেকে রঙ তৈরি করে বিভিন্ন পটের ছবি আঁকা হয়েছে। মেলায় প্রথম দিনেই বহু মানুষের ভিড় ছিল। শিল্পীরা আশাবাদী যে এই মেলায় তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে। পটের ছবি পাশাপাশি টি শার্ট, ওড়না, শাড়ি, বাড়িতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামেও পটের কাজ করেন শিল্পীরা।

সূত্র মারফত জানা গিয়েছে এই মেলা চলবে আগামী ৮ দিন। জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান, খাওয়া দাওয়া এবং পর্যটকদের ভিড়, সব মিলিয়ে দুই বছর থমকে যাওয়ার পর আবার শুরু হলো পিংলার বিশ্ববিখ্যাত পটের মেলা। জানা গিয়েছে, কলকাতা, দিল্লী, মুম্বাই, উড়িশ্যাসহ বিভিন্ন প্রান্তের পর্যটকরা এই মেলায় এসে হাজির হয়।