পিংলায় খুশির হাওয়া, ২ বছর বন্ধ থাকার পর শুরু হচ্ছে পটের মেলা

কারণ এটা তাদের কাছে প্রতিবছর একটা বড় পাওয়া।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
geonl

File Picture

নিজস্ব সংবাদদাতা: কয়েকদিন আগেই আমরা শুনেছি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীদের হতাশার কথা। কারন গত দুই বছর ধরে পিংলায় নয়াতে পটের মেলা হয়নি। তাই শিল্পীরা হতাশ হয়ে পড়েছিলেন। তারা চায়ছিলেন পটের মেলা আবার শুরু হোক। কারণ এটা তাদের কাছে প্রতিবছর একটা বড় পাওয়া। কিন্তু অর্থের অভাবে সেই মেলা বন্ধ ছিল। 

এ বছরও হবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা ছিল। অবশেষে সেই অনিশ্চয়তা কাটলো। আগামী ২৫ শে ডিসেম্বর ২০২৪ থেকে ১ লা জানুয়ারি ২০২৫ পর্যন্ত পিংলার নয়াতে হবে পট মেলা।  এমনটাই জানালেন চিত্রতরু ক্লাস্টারের সেক্রেটারি মন্টু চিত্রকর। 

qwdffg

তিনি এদিন বলেন, “আমরা কলকাতায় গিয়ে দপ্তরে কথা বলে তারিখ পেয়েছি। কাজ দ্রুততার সঙ্গে চলছে। সংগ্রহশালা রঙ হয়ে গিয়েছে। বাড়িতে বাড়িতে দেওয়ালে রঙ চলছে। পুরো পট পাড়ায় সাজো সাজো রব। এতে অনেকটাই খুশি পটশিল্পীরা”।

       

guhjkj