পিংলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত চালক সহ দু’জন

এলাকাবাসীরা জানান কুয়াশায় দৃশ্যমানতা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
z12q4r

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা থানার অন্তর্গত মন্ডল বাড় এলাকায় যাত্রা দলের বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল তিনজন। সূত্রের খবর মুন্ডমারী দিক থেকে একটি যাত্রা দলের বাস পিংলার দিকে যাচ্ছিল দ্রুত গতিতে, টার্নিং নেয়ার সময় পিংলার দিক থেকে একটি তেল বোঝায় লরি ঢুকে পরে টার্নিংএ। তখনই মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটা মাত্রই ছুটে আছে এলাকার মানুষ ও পথচারীরা। খবর দেওয়া হয় পিংলা থানায়। পিংলা থানার পুলিশ এসে ও এলাকার মানুষ সহযোগিতা করে উদ্ধার করে বাসে থাকা প্রায় ২৫ জনকে।

মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে বাসের চালকের দু পায়ে গুরুতর আঘাত লেগেছে। অন্যদিকে লরির চালক পলাতক। কি কারনে এই দুর্ঘটনা তা খতিয়ে দিচ্ছে পিংলা থানার পুলিশ। 

zaqedsfg

এলাকাবাসীরা জানান কুয়াশায় দৃশ্যমানতা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাসে থাকা আহত ড্রাইভার সহ অন্য দুজনকে স্থানীয় পিংলা গ্রামীন হাসপাতালে চিকিৎসা করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। রাস্তার উপরে পড়ে থাকা দুটি গাড়িতে পিংলা থানার পুলিশ অন্যত্র নিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি চালাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য পিংলা ময়না রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। 

zeytiko

পিংলা থানা পুলিশের তৎপরতায় কিছুক্ষণ পরে যানজট মুক্ত করে দেওয়া হয়। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিছুটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।