নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: পিংলার ব্রাহ্মণবাড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ধৃত তিনজনকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সেলিম সাহিল। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দিলেন বিচারক। সোমবার দুপুর ২ টা নাগাদ মেদিনীপুর জেলা প্রথম অতিরিক্ত দায়রা আদালতে তোলা হয় তিন অভিযুক্তকে। এই মামলায় গত শনিবার তিনজনকেই দোষী সাব্যস্ত করেছেন মেদিনীপুরের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক। ঘটনায় রঞ্জন মাইতি, নিমাই মাইতি ও সেখ সুরজকে দোষী সাব্যস্ত করা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালের ৬ মে একটি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুরের পিংলার ব্রাহ্মণবাড় গ্রামে। বিস্ফোরণে মৃত্যু হয় মোট ১৩ জনের। সেই ঘটনার সাজা ঘোষণা হল সোমবার। যদিও আদালতের এই রায় মানতে নারাজ অভিযুক্ত নিমাই মাইতির স্ত্রী সুলেখা মাইতি। তিনি হাইকোর্ট প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন সঠিক বিচারের আশায়।