খেলার পিং পং বল! ভুলেও ভাববেন না

বালতি ভর্তি ছোট ছোট রঙিন বল। দেখতে বেশ সুন্দর। ঠিক যেন পিং পং বল। দেখলেই হাতে তুলে নিতে ইচ্ছে করবে। বাচ্চাদেরও খেলতে ইচ্ছে করবে। কিন্তু সাবধান। লুকিয়ে বিপদ। পড়ুন বিস্তারিত।

author-image
Pallabi Sanyal
New Update
১১২


নিজস্ব সংবাদদাতা : একটা বালতিতে পড়ে রয়েছে অনেক গুলি রঙিন বল। ঠিক যেমন খেলার পিং পং বল হয় তেমন। আপাতদৃষ্টিতে দেখলে এমনই মনে হবে। কিন্তু রঙিন বলের মতো দেখতে বলেও যে সেটা বল তা ভেবে ভুল করলে বিপদ আপনারই।  মুর্শিদাবাদের ফারাক্কা থানার মহেশপুর অঞ্চলের শিবতলা গ্রামের একটি ফাঁকা বাড়িতে ওই রঙিন বলগুলির সন্ধান মিলেছে। কিন্তু জানেন কি, বলগুলি আসলে বল নয়। বোমা। বলা ভালো রঙিন বোমা। বোমের খোঁজে গিয়ে রঙিন বল দেখে প্রথমে ভিড়মি খেয়েছিল পুলিশও। বল ভেবে কাছে গেলেই দুম! ঘটতে পারে বিস্ফোরণ। প্রাণহানির আশঙ্কা তো রয়েইছে। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে রাজ্যে যেভাবে মুড়ি মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনা ঘটে চলেছে তাতে শীর্ষ তালিকায় রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ। তবে এবার সন্ধান মিললো রঙিন বোমার। যার আড়ালে লুকিয়ে সন্ত্রাস। ৩০টি তাজা রঙিন বোমা উদ্ধার হয়েছে পুলিশি অভিযানে।