দেবী বর্গভীমা মায়ের মন্দিরে পুণ্যার্থীদের ঢল

আজ কালীপুজা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
s

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ সতীর ৫১ পীঠের একটি পীঠ হল দেবী বর্গভীমা মায়ের মন্দির। এটি পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। তমলুকের এই শক্তি পিঠের প্রাচীন নাম ' বিভাস '। দেবী এখানে 'বর্গভীমা' বা 'ভীমারূপা' নামে অধিষ্ঠিত। 

জনশ্রুত আছে যে, ভৈরব এখানে সর্বানন্দ মতান্তরে কপালি। মহামায়া সতীর দেহাংশের মধ্যে বাম গুল্ফ বা বাম পায়ের গোড়ালি পড়েছিল এখানে। ১৪৬৬ খ্রিস্টাব্দে  মুকুন্দরামের চন্ডীমঙ্গল কাব্যে এবং মার্কন্ডেও পুরানে দেবী বর্গভীমার উল্লেখ পাওয়া যায়। 

কালীপুজো উপলক্ষে আজ মাকে রাজ বেশে সাজানো হয়। স্বর্ণালংকারে ভূষিতা মা আজ কালী রূপে পূজিত হন। মায়ের দর্শন পেতে সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়। পুজো ও অঞ্জলি দেওয়ার জন্য লম্বা লাইন সকাল থেকেই। শুধু তমলুক শহর নয় বহু দূর-দূরান্ত থেকে মানুষজন আছেন মায়ের কাছে মায়ের দর্শন পেতে। সকাল থেকেই বিশেষ পুজো শুরু হয়েছে চলবে রাত্রি পর্যন্ত। সকাল থেকেই জমজমাট মন্দির চত্বর।

job digbijoy da