ভাইরাল গোসাপ হত্যার ছবি! শিকারির খোঁজ চলছে

গত ১৯ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ির জঙ্গলে ছিল শিকার উৎসব। ওইদিন এক শিকারি একটি গোসাপ হত্যা করে বলে ছবিসহ অভিযোগ যায় আড়াবাড়ি রেঞ্জ অফিসে।

author-image
Pallabi Sanyal
New Update
snake

গোসাপ

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর :  গোসাপ হত্যার ছবি ভাইরাল পশ্চিম মেদিনীপুরে, শিকারির খোঁজে পুলিশ ও বনদপ্তর।শিকার উৎসবে বন্যপ্রাণ হত্যা না করা নিয়ে বহু সচেতনতার পরও বন্যপ্রাণ হত্যার ছবি ভাইরাল পশ্চিম মেদিনীপুরে। সেই ছবি বনদপ্তরের কাছে পৌঁছাতেই ওই শিকারির খোঁজ শুরু করা হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি গোসাপ মেরে কাঁধে করে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি ঘিরে শোরগোল পড়েছে জেলায়। তারপরই তার খোঁজ শুরু করেছে বনদপ্তর ও পুলিশ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ির জঙ্গলে ছিল শিকার উৎসব। ওইদিন এক শিকারি একটি গোসাপ হত্যা করে বলে ছবিসহ অভিযোগ যায় আড়াবাড়ি রেঞ্জ অফিসে। সেইমত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। জানা গিয়েছে, বন্যপ্রাণ নিয়ে কাজ করা সংগঠন 'হিল' এর সদস্যরা ওই ছবি বন দপ্তরে দিয়েছিল। হিলের পক্ষ থেকে শুভ্রজ্যোতি চ্যাটার্জী স্বীকার করে নেন যে ওই ছবি বনদপ্তরে দিয়েছেন। আড়াবাড়ি এলাকায় শিকারির দিন ওই গোসাপটি হত্যা করা হয়েছে। ওই ব্যক্তির খোঁজ পেতে আনন্দপুর থানায় লিখিত অভিযোগ জানায় বনদপ্তর। পুলিশ জানিয়েছে, ''বনদপ্তরের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। ওই ব্যক্তির খোঁজ চলছে।'' বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, "ওই শিকারির খোঁজ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।"