রেসকিউ সেন্টার পরিদর্শনে PHE এর প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র গুপ্তা, জেলা শাসক ও পুলিশ সুপার

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
া

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। আর তার মধ্যে যেই ব্লক গুলিতে ক্ষতির আশংকা সেগুলি হোলো দাঁতন ১,২, কেশিয়াড়ী সহ তার পার্শ্ববর্তী এলাকা। আজ দুপুরে মেঘলা আকাশ সঙ্গে হালকা ঝড়। আর তার মাঝেই পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১ নং ব্লকের বাইপাটনা হাইস্কুলের রেসকিউ সেন্টার পরিদর্শন করলেন পি এইচ ইর প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ গুপ্তা,পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলি কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, খড়্গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও সহ অনান্যরা। এন ডি আর এফ টিম,মেডিক্যাল টিম,খাওয়ার ব্যাবস্থা সমস্ত কিছুই করা হয়েছে জানালেন জেলাশাসক খুরশেদ আলি কাদেরী।

পাশাপাশি পুলিশের পক্ষ থেকে থানা এলাকা গুলিতে পাঁচটি টিম তৈরি করে টহল শুরু হয়েছে। পুলিশ জানিয়েছেন দ্রুত সবাই রেসকিউ সেন্টারে চলে আসুন। এদিন দাঁতনের তিনটি রেসকিউ সেন্টার পরিদর্শন করেন তারা। জেলা জুড়ে প্রায় ৩০ হাজার মানুষকে সেভ জায়গায় আনা হয়েছে। পাশাপাশি গর্ভবতী মহিলাদের বিশেষ ব্যাবস্থা করা হয়েছে।পাশাপাশি অ্যাম্বুলেন্স এর ব্যাবস্থাও করা হয়েছে। 

job digbijoy da