নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে অস্থিতিশীলতার মধ্যে অনুপ্রবেশ, চোরাচালান ও পাচার ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে (পেট্রাপোল সীমান্ত) সতর্কতা ও নজরদারি বাড়িয়েছে বিএসএফ। এবার নজরদারি আরও দ্বিগুণ।
বিএসএফের ডিআইজি (দক্ষিণ বঙ্গ সীমান্ত) নীলোৎপল কুমার পান্ডে এদিন এই প্রসঙ্গে বলেন, “বিএসএফ দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করছে। এখানে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। আমরা আমাদের দায়িত্ব বুঝতে পারি এবং আমাদের সকল জওয়ান তাদের দায়িত্ব পালনের জন্য তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অবিরত”।