নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে চলমান অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দিকে মিছিল করার সময় পুলিশ ও হিন্দু মহাসভার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
#WATCH | Kolkata, West Bengal | A scuffle broke out between police and members of Hindu Mahasabha while they were marching towards Bangladesh's deputy high commission protesting against the ongoing atrocities against Hindus and other minorities in Bangladesh. pic.twitter.com/d5QYUowFsS
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কলকাতায় হিন্দু মহাসভার সদস্যরা সিটি পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হিন্দু মহাসভার কর্মীরা বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। সহিংসতা শুরু হলে বিক্ষোভকারীরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দিকে মিছিল করছিল। সূত্র মারফত জানা গিয়েছে যে, ধস্তাধস্তি শুরু হলে এক পুলিশ কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন।
আরও জানা গিয়েছে যে, সংঘাত ঠেকাতে পুলিশ ব্যারিকেড দেয়। কয়েকজন বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এর ফলে এলাকায় উত্তেজনা ছড়ায়। এর ফলেই বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে।