নিজস্ব সংবাদদাতা: শান্তিনিকেতনের সোনাঝুরিতে বসন্ত উৎসবের রঙে মাতলেন হাজারো মানুষ। দোল খেলা নিয়ে কোনও বাধা নেই বলে জানিয়ে দিল প্রশাসন। বন দফতরের নির্দেশে সোনাঝুরিতে দোল খেলা বন্ধের কথা উঠলেও পরে পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়, সাধারণ মানুষ নির্বিঘ্নেই এখানে উৎসবে অংশ নিতে পারবেন।
শনিবার সকাল থেকেই শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে দোলের উন্মাদনা ছড়িয়ে পড়ে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ ভিড় জমাতে থাকেন সোনাঝুরি জঙ্গলে। তবে বন দফতরের নিষেধাজ্ঞা জারি হওয়ার পরেই বিতর্ক শুরু হয়। বিরোধী দলনেতারা অভিযোগ তোলেন, পরিকল্পিতভাবে সোনাঝুরিতে বসন্ত উৎসব বন্ধের চেষ্টা চলছে।
/anm-bengali/media/media_files/2025/03/14/shV6yhl2YVxw0cV8nDJR.jpg)
এই পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। তিনি জানান, সোনাঝুরিতে দোল উৎসব পালনে কোনও বিধিনিষেধ নেই। এই ঘোষণার পরেই মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং সবাই নিজেদের মতো করে দোল খেলায় মেতে ওঠেন।
শান্তিনিকেতনের বিভিন্ন প্রান্তে দোলের আনন্দ অব্যাহত থাকলেও, সোনাঝুরিতে দোল উৎসবের অনুমতি নিয়ে যে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছিল, পুলিশের হস্তক্ষেপে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।