ঝাড়গ্রাম জেলা জুড়ে পবিত্র ঈদের নামাজে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষেরা

কিভাবে হল ঈদ পালন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-31 at 4.23.04 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: রবিবার দেখা গিয়েছে ঈদের চাঁদ। দীর্ঘ একমাস রমজান মাস উপলক্ষ্যে রোজা রাখার পর সোমবার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ঝাড়গ্রাম জেলা জুড়ে ঈদের নামাজ পাঠে সামিল হয়েছেন। সোমবার ঝাড়গ্রাম শহরের তালতলা ইদগাহ ময়দান এবং সাঁকরাইলের কুলটিকরী নূর জামে মসজিদ এলাকায় পবিত্র ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। ওই নামাজ পাঠের অনুষ্ঠানে নতুন পোশাক পরে ৮ থেকে ৮০ বছর বয়সের সকলেই সামিল হয়েছিলেন। খুশির ঈদের নামাজকে কেন্দ্র করে উৎসাহ ছিল সকলের মধ্যে। ঈদের নামাজ পাঠ শেষ হওয়ার পর সকলে একে অপরের সাথে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, ওই অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সামিল হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, বেলপাহাড়ি, লালগড়সহ বিভিন্ন এলাকায় সোমবার ঈদের বিশেষ নামাজ পাঠের আয়োজন করা হয়। গোপীবল্লভপুরের নয়াবসান এবং ধনকামড়া গ্রামে ঈদের নামাজ পাঠের আয়োজন করেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ। ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুত্রে খবর, এদিন জেলার সবকটি এলাকায় শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ শেষ হয়েছে। উৎসবকে ঘিরে কোনও ধরনের অশান্তি হয়নি জেলায়।

eidnamaz