নিজস্ব সংবাদদাতা : থিম পুজো থেকে মণ্ডপ সজ্জা, আলোর রোশনাই দক্ষিণবঙ্গকে টেক্কা দিচ্ছে উত্তর বঙ্গ। মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। শিলিগুড়ির সুব্রত সংঘের পুজোর থিম এবছর স্মৃতি। নবমীর রাতে চলসছে প্রতিমা দর্শন। দেখে নিন ভিডিও।
#WATCH | People in large numbers visit Subrata Sangha Durga puja pandal on the theme of 'Memories' in West Bengal's Siliguri pic.twitter.com/XBDQRBrG8p