কাজে আসছে না পাট্টার দলিল, বিক্ষোভ জমির মালিকদের

দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময় জমি দাতাদের পাট্টা দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সেই পাট্টার দলিল কোনও কাজে আসছে না। এই অভিযোগে ভূমিদাতারা ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে বিক্ষোভ দেখান।

author-image
Tamalika Chakraborty
New Update
patta.jpg

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর ইস্পাত কারখানা তৈরির সময় জমি দাতাদের পাট্টা দিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। সেই পাট্টার দলিল কোনও কাজে লাগছে না বর্তমানে, এই অভিযোগ তুলে গোপাল মাঠ সহ বেশ কয়েকটি এলাকার জমি দাতারা আন্দোলনে সামিল হয়। ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরের সামনে সেই পাট্টার দলিলের নকল পুড়িয়ে দেওয়া হয়। দ্রুত তাদের দলিল পুনর্নবীকরণ করতে হবে। এছাড়াও আরো বেশ কয়েকটি দাবিকে সামনে রেখে চলে আন্দোলন। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।