নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: ধর্মতলায় আগামী ২১ শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস স্মরণের মহা সম্মেলন রয়েছে। ২১ জুলাইকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি জেলায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাদ নেই জেলাগুলিও।
২১ জুলাইয়ের ধর্মতলার শহিদ সভাকে সামনে রেখে খড়্গপুর শহর INTTUC-র আহ্বানে খড়্গপুর আইআইটি'র মেন গেটের সামনে আজ একটি পথসভার আয়োজন করা হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন জেলা INTTUC-র সভাপতি গোপাল খাটুয়া, সহ-সভাপতি আয়ুব আলি, শহর INTTUC-র সভাপতি বিবেকানন্দ দাস চৌধুরী, সহ-সভাপতি চঞ্চল দত্ত, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্যরা।
শ্রমিকদের এদিন ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবসের সামিল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকদেরকে শহিদ সভা সফল করার আহ্বান জানানো হয় নেতৃত্বদের তরফে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থেকে বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে একুশে জুলাই ধর্মতলায় যাবেন বলেও জানান তৃণমূল নেতৃত্ব।