নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের জঙ্গল লাগোয়া গ্রাম। বছরভর যেখানে তাড়া করে ফেরে হাতি আতঙ্ক। অথচ তারই একটা পাড়ার আটটি বাড়িতে আজ পর্যন্ত ঢোকেনি বিদ্যুৎ। স্বাধীনতার ৭৭ বছর পরেও, এমন ছবি, নয়াগ্রামের মলম গ্রাম পঞ্চায়েতের বাগডুবা গ্রামের পটাশপুর পাড়াতে। এলাকার নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে ব্লকের বিদ্যুৎ বন্টন দফতরের আধিকারিক কেউই ভাবেননি এই গ্রামের বিদ্যুতের কথা। অভিযোগ, সব জায়গায় বারংবার দরবার করেও আলো আসেনি।
বাগডুবা এলাকায় বাকি সব ঘরে বিদ্যুৎ পৌঁছলেও, এই আটটি বাড়িতে নেই রাজ্য সরকারের বিদ্যুৎ বিতরণ কোম্পানির কোনও সংযোগ। বিষয়টি স্বীকার করেছেন মলম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বঙ্কিম ভক্তা।
/anm-bengali/media/media_files/2025/04/09/megKPuKzLOTafej4GekB.png)
পটাশপুর পাড়ার কয়েকটি ঘরে বিদ্যুৎ না থাকা নিয়ে রাজ্য প্রশাসনকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব।
নয়াগ্রাম ব্লকের কিছু প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ না থাকার বিষয়টি জানতেন না বলে অকপটে স্বীকার করেছেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরা থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রাসবিহারী মাহাত।
স্বাভাবিক ভাবেই আলো না আসায় স্বাধীনতার ৭৭ বছর পরও এই গ্রাম অন্ধকারের কাছে পরাধীনই হয়ে রয়েছে।