নিজস্ব সংবাদদাতা : গতকালের পর আজ ফের শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনে রেল অবরোধে চরম ভোগান্তির মুখে পড়লেন অফিসযাত্রী ও সাধারণ যাত্রীরা। ডায়মন্ড হারবার স্টেশনের কাছে যাত্রীদের একটি অংশ লাইনে নেমে ট্রেন আটকান। ফলে সম্পূর্ণ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। অভিযোগ, রেল কর্তৃপক্ষ সাধারণ কামরার সংখ্যা না বাড়িয়ে উলটে লেডিস কামরার সংখ্যা বাড়িয়েছে। এর প্রতিবাদেই যাত্রীরা এই রেল অবরোধের পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। এর জেরে অফিস টাইমে একাধিক লোকাল ট্রেন থমকে যায় বিভিন্ন স্টেশনে।
/anm-bengali/media/media_files/2025/04/17/1000189079-175187.jpg)
এর আগেও নামখানা ও লক্ষ্মীকান্তপুর লাইনে এমন অবরোধের ঘটনা ঘটেছে। যাত্রীদের দাবি, প্রতিদিন ভিড়ে ঠাসা ট্রেনে দাঁড়ানোরও জায়গা থাকে না। সাধারণ কামরার সংখ্যা না বাড়িয়ে লেডিস কামরা বাড়ানো হলে সমস্যার সমাধান তো হয় না, উলটে বাড়ে—এই অভিযোগে সরব তারা। রেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে অফিস টাইমে এমন ঘটনার জেরে কর্মজীবী মানুষজনের মধ্যে ক্ষোভ তীব্র হচ্ছে।