কাশ্মীরে আগেও পাক জঙ্গিরা হিন্দুদের মেরেছে! এবার বড় অভিযোগ করলেন প্রবাসী ভারতীয়
ভ্যানের ধাক্কায় গাড়ি পড়ে গেল কুয়োয়! মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২
ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ! ওষুধের সঙ্কটে বিপাকে পাকিস্তান
হেরে গেল জঙ্গিরা! নতুন করে পহেলগাঁওয়ে ভিড় জমাচ্ছেন পর্যটকরা
কীভাবে জঙ্গিরা কাশ্মীরে প্রবেশ করেছিল! গতি পেল NIA-র তদন্ত
ভারত-পাক সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে! নিরাপদ আশ্রয়ের জন্য বাঙ্কার পরিষ্কার শুরু করেছেন কাশ্মীরিরা
হামলার পরেও গুলমার্গে পর্যটকের সংখ্যা কেমন! কী বলছেন নিরাপত্তা রক্ষীরা
গুজরাট থেকে ব্যাপক পরিমাণে অবৈধ বাংলাদেশি শরণার্থী আটক! সংখ্যা জানলে আঁতকে উঠবেন
কাশ্মীরে পর্যটকরা না এলে জঙ্গিরা জিতে যাবে! জঙ্গি হামলার আবেগঘন মন্তব্য অভিনেতার

দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অবরুদ্ধ রাজ্য সড়ক

অবরুদ্ধ রাজ্য সড়ক।

author-image
Adrita
New Update
d

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: গত দুদিন ধরে নিম্নচাপের কারণে রাজ্যে জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। প্রত্যেক দিনের মত আজ রবিবারও যাত্রী বোঝাই করে বীরভূমের কুণ্ডহীত থেকে বেনাচিতি গামী বড় যাত্রীবাহী বাস আসছিল দুর্গাপুরের বেনাচিতির অভিমুখে। কিন্তু, পাণ্ডবেশ্বরের গোবিন্দপুর মোড়ের সামনে এসেই ঘটে বিপত্তি।

জানা গিয়েছে রাস্তার পাশেই বৈদ্যুতিক তার সংযুক্ত করার জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। প্রবল বৃষ্টির কারণে খুটির মাটি আলগা হয়ে পড়ায় হঠাৎ করে বাসের সামনে উপড়ে পড়ে খুঁটিটি। বাসের সামনের কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায় বৈদ্যুতিক খুঁটিটি।

এই ঘটনায় বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হন। তবে কোন হতাহতের খবর নেই। তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের নামানো হয়। 
এই ঘটনায় পাণ্ডবেশ্বর গৌরবাজার রাস্তাটি বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ বিভাগের লোকজন। তারা বাসের ভেতর থেকে খুঁটিটি বের করার কাজে হাত লাগায়।

স্থানীয়দের একাংশের অভিযোগ, বিদ্যুতের খুটিগুলিতে বুধবার সঠিকভাবে মাটি ভরাট করা হয়নি। আর সেই কারণেই প্রবল বর্ষণে জেরে মাটি আলগা হয়ে পড়ায় ঘটে যায় এই দুর্ঘটনা।