নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বর: গত দুদিন ধরে নিম্নচাপের কারণে রাজ্যে জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। প্রত্যেক দিনের মত আজ রবিবারও যাত্রী বোঝাই করে বীরভূমের কুণ্ডহীত থেকে বেনাচিতি গামী বড় যাত্রীবাহী বাস আসছিল দুর্গাপুরের বেনাচিতির অভিমুখে। কিন্তু, পাণ্ডবেশ্বরের গোবিন্দপুর মোড়ের সামনে এসেই ঘটে বিপত্তি।
জানা গিয়েছে রাস্তার পাশেই বৈদ্যুতিক তার সংযুক্ত করার জন্য বসানো হয়েছে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি। প্রবল বৃষ্টির কারণে খুটির মাটি আলগা হয়ে পড়ায় হঠাৎ করে বাসের সামনে উপড়ে পড়ে খুঁটিটি। বাসের সামনের কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায় বৈদ্যুতিক খুঁটিটি।
এই ঘটনায় বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হন। তবে কোন হতাহতের খবর নেই। তড়িঘড়ি বাস থেকে যাত্রীদের নামানো হয়। এই ঘটনায় পাণ্ডবেশ্বর গৌরবাজার রাস্তাটি বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিদ্যুৎ বিভাগের লোকজন। তারা বাসের ভেতর থেকে খুঁটিটি বের করার কাজে হাত লাগায়।
স্থানীয়দের একাংশের অভিযোগ, বিদ্যুতের খুটিগুলিতে বুধবার সঠিকভাবে মাটি ভরাট করা হয়নি। আর সেই কারণেই প্রবল বর্ষণে জেরে মাটি আলগা হয়ে পড়ায় ঘটে যায় এই দুর্ঘটনা।