পশ্চিম মেদিনীপুর: হাতি দেখতে যাওয়াই হল কাল, হাসপাতালে বৃদ্ধ

বনদপ্তরের নিষেধাজ্ঞা সত্বেও হাতি দেখতে গিয়ে আহত শালবনীতে।

author-image
Aniket
New Update
elephantattack

নিজস্ব প্রতিনিধি: হাতি দেখতে যাওয়ার ক্ষেত্রে বনদপ্তর একাধিক নিষেধাজ্ঞা জারি করলেও হুঁশ ফেরেনি বহু মানুষের। হাতি দেখতে গিয়ে ফের আহত হলেন এক বৃদ্ধ। ঘটনাটি শনিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি রেঞ্জের চুনপাড়া এলাকায় ঘটেছে। আহত বৃদ্ধের নাম জগন্নাথ বিষই (৬০)। বাড়ি শালবনীর চুনপাড়াতে। বনদপ্তর থেকে জানা গিয়েছে, আড়াবাড়ি রেঞ্জের চুনপাড়া এলাকায় ৪০ টি হাতির একটি দল রয়েছে। এদিন সন্ধ্যা হতেই খাবারের খোঁজে হাতির দল বেরিয়ে পড়ে লোকালয়ে। সেই সময় স্থানীয় এলাকার বাসিন্দারা হাতি দেখার জন্য ভিড় জমান। হাতির পুরো দলটি চুনপাড়া রাস্তা পেরিয়ে গেলেও পেছনে একটি হাতি রয়ে গিয়েছিল। যা জানতেন না হাতি দেখতে আসা মানুষজন।পেছনে থাকা হাতিটি হঠাৎ রাস্তায় উঠলে মানুষজন দৌড় দেয়। সেই সময় ওই বৃদ্ধ পালাতে না পারলে তাকে শুঁড়ে ধরে আছাড় মারে হাতিটি। তার একটি পায়ের উপর হাতি পা তুলে দেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। আড়াবাড়ি রেঞ্জের আধিকারিক মলয় ঘোষ বলেন, "হাতি দেখতে গিয়ে ওই ব্যক্তি আহত হয়েছেন। তার একটি পা ভেঙে গিয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুসারে চিকিৎসার জন্য সাহায্য করা হবে।"

Adddd