পার্টি অফিসে হামলা! তৃণমূল বনাম সিপিআইএম

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হলেও অব্যাহত অশান্তি। এবার ঘাটালে তৃণমূলের পার্টি অফিস ভাংচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে ব্যাপক অশান্তির ঘটনায় প্রশ্নের মুখে রাজ্যের আইন-শৃঙ্খলা। মনোনয়ন পর্ব মিটলেও অশান্তি জারি রয়েছে জেলায় জেলায়। এ নিয়ে রাজ্যপালের কাছে একাধিকবার গিয়েছেন বিজেপি নেতারা। পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন রাজ্যপাল। এবার পশ্চিম মেদিনীপুরে হামলা চালানো হল তৃণমূলের পার্টি অফিসে। কাঠগড়ায় বামেরা। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নিজেদের স্ট্র্যাটেজি ঠিক করতে ব্যস্ত শাসক থেকে বিরোধীরা। এবার সিপিআইএমের মিছিল থেকে তৃণমূলের বুথ কার্যালয়ে  হামলা চালানোর অভিযোগ উঠলো।ঘটনায় চাপা উত্তেজনা ঘাটালের কিসমত কোতুলপুরে। অভিযোগ অস্বীকার সিপিআইএমের।এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দেওয়ানচক গ্রাম পঞ্চায়েতের কিসমত কোতুলপুর এলাকায়।  এদিকে পার্টি অফিসে হামলা থেকে দলীয় কর্মীদের মারধরের অভিযোগ তুলেছে তৃণমূল।

জানা গিয়েছে,  শুক্রবার বিকেলে ওই এলাকায় সিপিএমের পক্ষ থেকে নির্বাচনী প্রচারের জন্য মিছিলের আয়োজন করা হয়। তৃণমূলের কিসমত কোতুলপুর বুথ কার্যালয়ের পাশ দিয়ে সিপিএমের মিছিল যাওয়ার সময় অতর্কিতে হামালা চালানো হয় বুথ কার্যালয়ে ,ভাংচুর করা হয় কার্যালয়ে র ভিতরে থাকা চেয়ার টেবিল,এমনকি সেই সময় পার্টি অফিসের ভিতরে থাকা কয়েকজন কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ শাসকদলের।ঘটনায় চরম উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ। গতকালের এই ঘটনার পর থেকে থমথমে কিসমত কোতুলপুর এলাকা।আজও এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। দলীয় কার্যালয়ে ভাংচুর ও মারধরের ঘটনায় শাসকদলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ঘাটাল থানায়। তৃণমূলের অভিযোগে এলাকার এক সিপিআইএমের প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

হামলার ঘটনা প্রসঙ্গে ঘাটালের সিপিএম নেতা ও জেলা কমিটির সদস্য অশোক সাঁতরা জানান, ''তৃণমূলের অভিযোগ মিথ্যা। ওই এলাকায় একসময় যারা তৃণমূল করতেন তারা এখন বামেদের দিকে চলে এসেছে। এটাই শাসক গোষ্ঠীর রাগ।ওই এলাকায় থাকা সিপিএমের একটি পার্টি অফিস তৃণমূল ভেঙে গুড়িয়ে দিয়েছিল। গতকাল ওখানকার আমাদের কর্মীরা সেই পার্টি অফিসে পতাকা বেঁধে ফেরার পথে পাশেই তৃণমূলের পার্টি অফিস থেকে প্ররোচনার সৃষ্টি করে। তাতে উভয়ের মধ্যে বচসা শুরু হয়। এর বেশি কিছু হয়নি। কোনো রকম মারধর কিংবা পার্টি অফিস ভাংচুরের মতো কোনো ঘটনা ঘটেনি । শাসকদলের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে আমাদের দলীয় কর্মীদের''।