নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ গতকাল রাতের ঝড়-বৃষ্টিতে পুলটনে জল ঢুকে পড়ে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় পুলটন থেকে পাম্প চালিয়ে জল বের করা সম্ভব হয়নি। ফলে পুলটনের ফুটো দিয়ে জল ঢুকে পুলটনের একাংশ জলে ডুবে যায়। ফেরিঘাটের পুলটনের সঙ্গে বেঁধে রাখা ভ্যাসেলটিতে টান পড়ে। ফলে ভেসলে টান পড়লে জল ঢুকে ভেসলের একাংশও জলে ডুবে যায়।
ফেরিঘাটের গ্যাংওয়ে, পুলটন সহ একাধিক সমস্যা মাথায় রেখে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে বোগা-রসলপুর ফেরিঘাটের গ্যাংওয়ে পুলটন সহ ফেরিঘাটের অচল অবস্থা তৈরি হয়। যদিও ইতিমধ্যে গ্যাংওয়ে পুলটন মেরামত ও নতুন করে তৈরীর টেন্ডার হয়ে গেলেও তার আগে পুলটনের একাংশ ডুবে গিয়ে বিপত্তি।