হরি ঘোষ, দুর্গাপুর : অ্যালয় স্টিল প্লান্টের জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠেছিল একটি বেসরকারি পরিবহন সংস্থার পার্কিং জোন। পার্কিং জোনে দীর্ঘদিন ধরে বহু পরিবহনের জিনিসপত্র এবং গাড়ি রাখা ছিল।অ্যালয় স্টিল প্লান্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সেই পার্কিং জোন সরানোর কথা জানিয়েছিল ওই বেসরকারি সংস্থাকে। দীর্ঘদিন ধরে ওই বেসরকারি পরিবহন সংস্থা সেই কথায় কর্ণপাত না করায় আদালতের দ্বারস্থ হয় রাষ্ট্রায়াত্ত সংস্থাটি। আদালতের নির্দেশে সংস্থার জমির উপর গজিয়ে ওঠা অবৈধ পার্কিং জোন মঙ্গলবার ভেঙে গুঁড়িয়ে দেয় রাষ্ট্রায়াত্ত সংস্থার কর্তৃপক্ষ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে চলে অভিযান। পাশাপাশি পার্কিং জোনে থাকা সমস্ত জিনিসপত্র এবং গাড়িগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কথাও জানানো হয়। সংস্থার কর্ণধার জানান, তিনি রাষ্ট্রয়াত্ত সংস্থার আধিকারিকদের কথামতো দ্রুত জায়গা খালি করবেন।