ব়্যাগিং রোগ! সৌরদীপের মৃত্যুর বিচার চান বাবা-মা

উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে হতে হচ্ছে ব়্যাগিংয়ের শিকার। তারপর সামনে আসছে একের পর এক মৃত্যুর ঘটনা। বিজয়ওয়াড়া বিশ্ববিদ্যালয়ের নিহত ছাত্রের বাবা-মা চাইছেন ছেলের মৃত্যুর বিচার হোক।

author-image
Pallabi Sanyal
New Update
111111

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্য উত্তাল হওয়ায় কোথাও যেন মনের জোর পাচ্ছেন মেদিনীপুরের বাসিন্দা বিজয়ওয়াড়া বিশ্ববিদ্যালয়ের বিটেক ইঞ্জিনিয়ারিং এর মৃত ছাত্র সৌরদীপের বাবা ডাঃ সুদীপ চৌধুরী। শুধুই যাদবপুর নয়, এই অপব্যাধি ছড়িয়ে আছে দেশের নানা প্রান্তেই।পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার অফিসে এসে এমনটাই জানালেন মৃত সৌরদ্বীপের বাবা সুদীপ চৌধুরী। তিনি জানান, আগামী ২-১ দিনের মধ্যেই তিনি হায়দ্রাবাদ হাইকোর্টে মামলা করবেন তার সন্তানের মৃত্যুর সঠিক তদন্তের জন্য। তবে এদিন তিনি পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে কিছুটা আশ্বস্ত হয়েছেন। জেলা পুলিশ তার পাশে থাকার আশ্বাস দিয়েছে। সুদীপ চৌধুরী বলেন, ''যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা যেভাবে গোটা দেশে সাড়া ফেলেছে, তাতে আমার মনের জোর অনেকটাই বেড়েছে।'' তবে তিনি তার সন্তানের মৃত্যুর ঘটনার শেষ দেখে ছাড়বেন বলেও জানিয়েছেন সৌরদীপের বাবা সুদীপ চৌধুরী। ছেলের মৃত্যু প্রায় এক মাস হতে চললো। কিন্তু তারপর সৌরদীপের হোস্টেল থেকে কোনও ফোন আসেনি, কেউ খোঁজ খবরও নেয়নি। সৌরদীপের বাবা বলেন, তার স্ত্রী এখনও ছেলের এই মৃত্যু কে মেনে নিতে পারেননি, মাঝে মাঝেই কেঁদে উঠছেন তিনি আর ছেলের ডাক নাম ধরে "মানু চলে এসেছিস। কাছে আয় একটা কথা বলব, মানু একটা কথা বলব'', এই বলে কেঁদে ফেলে মাঝে মাঝে ছেলের ছবিটিকে ধরে কাঁদেন। সৌরদীপের বাবা সুদীপ চৌধুরীর অভিযোগ, তার ছেলে আত্মহত্যা করতে পারেন না। ভারী কোন বস্তু দিয়ে মেরে খুন করা হয়েছে।