মেয়ের খোঁজ পেতে প্রশাসনের দুয়ারে বাবা-মা!

২৩ দিন ধরে নিখোঁজ নাবালিকা কন্যা। থানায় জানিয়েও লাভ হয়নি। এবার তাই বাধ্য হয়ে জেলাশাসকের দ্বারস্থ নাবালিকার বাবা-মা। পশ্চিম মেদিনীপুরের ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা।

author-image
Pallabi Sanyal
New Update
11223

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : ১০ অগাস্ট থেকে নিখোঁজ নাবালিকা মেয়ে! ২৩ দিন পার হয়ে গেলেও এখনো মেলেনি খোঁজ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোড় সাহেবডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, ১০  অগাস্ট স্কুলের ফর্ম জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। আর বাড়ি ফিরে আসেনি। বাড়ির লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করার পরেও মেয়ের কোনও সন্ধান না পেয়ে অবশেষে ওই ছাত্রীর বাবা-মা দ্বারস্থ হন গোয়ালতোড় থানার। কিন্তু অভিযোগ দায়েরের কয়েকদিন পরেও পুলিশ কোন খোঁজ দিতে না পারায় নাবালিকার মা-বাবা জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে আবেদন জানান। এরপরেও মেয়ের কোন সন্ধান পায়নি বাবা মা। মেয়েকে পেতে পুলিশ প্রশাসনের দরজায় দরজায় ঘুরে মেয়েকে খুঁজে দেওয়ার কাতর আবেদন জানান। কিন্তু ২৩ দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনও খোঁজ না পেয়ে সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়েছে তারা। আবেদন,  তাদের মেয়েকে ফিরিয়ে দিক প্রশাসন। নিখোঁজ নাবালিকার মা তাপসী মন্ডল বলেন, ''আমার মেয়ে ১৫ বছরের, নবম শ্রেণীতে পড়ে স্কুলের ফর্ম ফিলাপের জন্য বেরিয়ে ছিল তারপর বাড়ি ফেরেনি। থানায় অভিযোগও করেছি। এছাড়া বিভিন্ন জায়গায় মেয়েকে খোঁজাখুঁজি করছি তারপরেও মেয়েকে পাওয়া যায়নি। গত ২৩ দিনে মেয়ের কোন ফোন আসেনি বাড়িতে। আমার মেয়েকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কা। মেয়ে ভালো আছে, না খারাপ আছে, আদৌ বেঁচে আছে কিনা তা নিয়েও আমরা চিন্তায় রয়েছি। আমরা চাই অতি তৎপরতার সঙ্গে মেয়েকে খুঁজে দিক প্রশাসন। যদিও গোয়ালতোড়ের আই সি পলাশ চট্টোপাধ্যায়ের বক্তব্য খোঁজখবর নিয়ে বিষয়টি দেখছি আমরা।'' অন্যদিকে, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারকে এ বিষয়ে জানানো হলে তিনি বলেন, ''আমরা অতি তৎপরতার সঙ্গে বিষয়টা দেখছি। খোঁজ খবর নিচ্ছি এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।''

impact