এলাকায় হনুমানের আতঙ্ক ! জখম ১১ জন

এলাকায় ছড়ালো আতঙ্ক।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
d

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: বুধবার রাত থেকে অন্ডালের খান্দরা পঞ্চায়েতের সিদুলি দীঘির বাগান এলাকায় একটা হনুমান আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১১ জন স্থানীয় বাসিন্দা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল হতেই হনুমানটি এলাকায় আতঙ্ক ছড়ায়। সকাল থেকে প্রায় চারজনকে কামড়েছে বলে সূত্রের খবর। স্থানীয় বাসিন্দারা বন বিভাগের খবর দিলে, বনবিভাগের কর্মীরা খাঁচা নিয়ে হনুমান ধরার চেষ্টা করলেই, হনুমানটির দ্বারা আক্রান্ত হন বন বিভাগের এক কর্মীও। চতুর হনুমানটিকে কোনোক্রমে বাগে আনা যাচ্ছে না, ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তারা লাঠিসোটা হাতে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়।

সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, গতকাল বৃহস্পতিবার রাত্রি থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত এলাকার আরও ৬ জন হনুমানের আক্রমণে আক্রান্ত হয়েছেন। শুক্রবার সকাল থেকে হনুমানটি সিদুলি এলাকা ছেড়ে মুকুন্দপুর কোলিয়ারি এলাকায় নতুন করে আতঙ্কে সৃষ্টি করেছে। এলাকায় স্থানীয়দের চোখের সামনেই এক ছাদ থেকে অন্য ছাদে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি।

 শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন বনবিভাগের লাউদোহার ফরেস্ট রেঞ্জ অফিসার। তিনি হনুমানটির দ্বারা সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, এ খবরের সত্যতার স্বীকার করে বলেন, '' শীঘ্রই হনুমানটিকে দ্বারা খাঁচাবন্দি করবেন এবং শীঘ্রই হনুমানের আতঙ্ক থেকে এলাকাবাসীরা মুক্ত হবেন। কিন্তু বন বিভাগের কর্মীদের আশ্বাসে আশ্বস্ত হচ্ছেন না স্থানীয়রা। স্থানীয়দের একাংশের অভিযোগ, গত দুইদিন ধরে বন বিভাগের কর্মীরা এই হনুমানটিকে ধরতে ব্যর্থ। যারা একটা হনুমানকে কাবু করতে পারে না, তারা কেমন বন বিভাগের কর্মী ? তাদের দক্ষতা নিয়েও উঠছে প্রশ্ন।