হুমকি! আতঙ্কে ঘর বন্দি

তৃণমূল হুমকি দিচ্ছে! ভোট শেষ। ধমকির শেষ কোথায়? নির্বাচনের পরেও জারি ভয়ের পরিবেশ। বাংলায় এ কী পরিস্থিতি? কোথায় সমাধান। আজই দিল্লিতে সি ভি আনন্দ বোস।

author-image
Pallabi Sanyal
New Update
ff

নিজস্ব সংবাদদাতা : ঘরের বাইরে পা রাখলেই জুটছে হুমকি! এখনও আতঙ্কের পরিবেশ মুর্শিদাবাদে। ড্রেনে তিনটি ব্যালট বাক্স উদ্ধারের ঘটনায় ক্রমে চড়ছে পারদ। নির্বাচন মিটলেও ভোট পরবর্তী সহিংসতার আগুনে জ্বলছে বাংলা। এক স্থানীয়র কথায়, "নির্বাচনের পর পরিস্থিতি ভালো নয়, সাধারণ মানুষও ভয়ে বাইরে বের হচ্ছে না। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। কেউ বের হলেই হুমকি দিচ্ছে টিএমসি।"