এবার জলেই জবাব! পাকিস্তানকে জবাব দিতে বাগলিহার ড্যামের একাধিক গেট খুলে দিল ভারত
আপাতত প্রচণ্ড গরম থেকে মুক্তি, কিন্তু আগামী সপ্তাহ থেকে গরম বাড়বে!
এ কোন সকাল? প্রাণের ঝুঁকিতে আমাদের প্রতিনিধি, শোনা যাচ্ছে পাক-গুলির আওয়াজ
"যখন উপযুক্ত হবে", তখন ক্ষতির পরিমাণ প্রকাশিত হবে! জানাল ভারত
দেশের ৩২টি বিমানবন্দর আপাতত বন্ধ! জানিয়ে দেওয়া হল তারিখ
সূর্য ও শনি একসাথে এই ২টি রাশিকে 'আক্রমণ' করবে, এই ভুল করলে জীবন নরকে পরিণত হবে!
রাজ্য জরুরি অপারেশন সেন্টার ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী! করলেন পোস্ট
মীন রাশির জাতকরা লোভ এবং প্রলোভন থেকে দূরে থাকুন
ধনু রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো থাকবে আজ!

নতুন সাজে সেজে উঠবে পাণ্ডবেশ্বর Rail স্টেশন, নারকেল ফাটিয়ে হল কাজের সূচনা

সম্প্রতি পাণ্ডবেশ্বর স্টেশনকে মডেল রেল স্টেশন গড়ার পরিকল্পনা নিয়েছে রেল। বুধবার সেই কাজের সূচনা করলেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার এ পি দ্বিবেদী। তার সাথে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের ডি আর এম পরমানন্দ শর্মা সহ অন্যান্য রেল আধিকারিকেরা।

author-image
Pritam Santra
New Update
rail

নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি পাণ্ডবেশ্বর স্টেশনকে মডেল রেল (Rail) স্টেশন গড়ার পরিকল্পনা নিয়েছে রেল। বুধবার সেই কাজের সূচনা করলেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার এ পি দ্বিবেদী। তার সাথে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের ডি আর এম পরমানন্দ শর্মা সহ অন্যান্য রেল আধিকারিকেরা। এদিন স্টেশন চত্বরে পুজোর আয়োজন করা হয় । তারপর নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেন এ পি দ্বিবেদী । তিনি জানান, পাণ্ডবেশ্বর স্টেশনের সৌন্দর্যায়নের কাজ হবে। মিলবে আধুনিক সব সুযোগ সুবিধা। এদিন শিলান্যাস অনুষ্ঠানের পর জেনারেল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করেন পাণ্ডবেশ্বর চেম্বার অব কমার্সের সভাপতি সুরেন্দ্র বর্মা, ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষে ছিলেন জগদীশ সিং। জগদীশবাবু ডেলি প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ১৮ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জেনারেল ম্যানেজারের হাতে দেন। এরপরে এপি দ্বিবেদী সহ রেল আধিকারিকারা সোনপুর বাজারে প্রকল্পের সাইডিং সহ অন্যান্য কয়েকটি কোলিয়ারির রেল সাইডিং পরিদর্শনে যান। সাইডিংগুলির পরিকাঠামো খতিয়ে দেখেন রেল আধিকারিকেরা।