জাতি শংসাপত্র জাল করে পঞ্চায়েত প্রধান হাওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে মালদার (Maldah) রসিদাবাদ পঞ্চায়েতে। শুরু হয়েছে পদ বাতিল প্রক্রিয়া। ধৃত প্রধানের নাম লাভলি খাতুন। এদিন তাঁকে শোকজ করলেন মহকুমা শাসক।

author-image
Jaita Chowdhury
New Update
tmcp panchayet

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: জাতি শংসাপত্র নকল করে পঞ্চায়েত (Panchayet) প্রধান হাওয়ার অভিযোগ তৃণমূলের (Trinamool) পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার (Maldah) রসিদাবাদ পঞ্চায়েতে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ  প্রশাসনের। 

ইতিমধ্যেই শুরু হয়েছে পদ বাতিল প্রক্রিয়া। ধৃত প্রধানের নাম লাভলি খাতুন। এদিন তাঁকে শোকজ করলেন মহকুমা শাসক। কেন প্রধান পদ বাতিল হবে না, জবাব তলব ৭ দিনের মধ্যে।